Explore

Search

May 8, 2025 12:06 pm

IAS Coaching

শহরের সেরা শুভদীপ হাসপাতাল পরিষেবা নিয়ে পড়তে চায়

#মালবাজার: সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। সেই ফলাফলের নিরিখে মালবাজার শহর ও ব্লকের সেরা হিসাবে উঠে এসেছে শুভদীপ সেনগুপ্তের নাম। মাল আদর্শ বিদ্যাভবনের এই ছাত্র পেয়েছে সর্বমোট ৪৫১। পরবর্তীতে হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায় এই কৃতি ছাত্র। মালবাজার স্টেশন রোডের এক গলিপথে শেষে শুভদীপদের বাড়ি। বাবা কৌশিক সেনগুপ্ত স্থানীয় এক সিনেমা হলের  কর্মচারী মা শিল্পী সেনগুপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী।
বাড়িতে ছোট ভাই রয়েছে সেও একাদশ শ্রেণীর ছাত্র। পড়াশোনার পাশাপাশি ফুটবল খেলতে ভালোবাসে শুভদীপ। মাধ্যমিক পরীক্ষায় কিছুটা পিছিয়ে থাকলেও উচ্চমাধ্যমিকে মাধ্যমিকে এসে নিজের অধ্যাবসায় ঘাটতি পূরণ করে পাঠানোর ফল করেছে। নিজের মুখেই শুভদীপ জানালো, আশা ছিল আরেকটু ভালো হবে তবে যা হয়েছে তাতে আমি যথেষ্টই খুশি।
ভবিষ্যতে হাসপাতাল ম্যানেজমেন্ট নিয়েই পড়তে আগ্রহী। ভবিষ্যৎ এর জন্য নিখুঁতভাবে পড়াশোনা করার পরামর্শ দিয়েছে এই কিশোর। বাবা কৌশিক সেনগুপ্ত জানান, ছোট থেকেই ও পড়াশোনায় ভালো। ওর এই ফলাফলে আমরা খুশি। চেষ্টা করব ওর ভবিষ্যতের আশা পূরণ করতে।
Advertisement
Live Cricket Score
upskillninja