Explore

Search

May 8, 2025 11:48 am

IAS Coaching

রোগীর মৃত্যু নিয়ে ডাক্তারদের শো-কজ, হাসপাতাল পরিদর্শনে চিকিৎসক দল

#মালবাজার: নাগরাকাটা ব্লকের লুকসান গ্রামীণ হাসপাতালে রোগীর মৃত্যু নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ ওই হাসপাতালের দুই ডাক্তারকে শো-কজ  করল জেলা স্বাস্থ্য দপ্তর। এই ঘটনার পর মঙ্গলবার প্রগ্রেসিভ হেল্প অ্যাসোসিয়েশন নামের ডাক্তারদের একটি সংগঠন লুকসান গ্রামীণ হাসপাতাল ও শুল্কাপাড়া হাসপাতাল পরিদর্শনে আসেন। তারা হাসপাতালের পরিকাঠামো পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথাবার্তা বলেন। পরে শুল্কাপাড়া হাসপাতলে গিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: ইরফান মোল্লা হোসেনের সঙ্গে কথাবার্তা বলেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ডাক্তার জগন্নাথ সরকার, ডা: সুরজিৎ সেন প্রমুখ।
প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার লুকসান বাজারের বাসিন্দা সন্দীপ গুপ্তা নামের এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন তাকে লুকসান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার সেই সময় ছিলেন না বলে অভিযোগ। কয়েক ঘন্টা ওইভাবে পড়ে থাকায় রোগীর মৃত্যু হয় এবং তাকে শুলকাপাড়া হাসপাতলে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর রোগীর আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা লুকসান ও শুলকাপাড়া হাসপাতালে বিক্ষোভ দেখান এবং ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
স্বাস্থ্য দপ্তর থেকে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়। এরপর স্থানীয় পঞ্চায়েত সদস্য মহাবীর প্রসাদের নেতৃত্বে জেলা স্বাস্থ্য আধিকারিক বৈঠক করেন। তারপর কারণ জানতে চেয়ে শোকজ করা হয়। মঙ্গলবার সামগ্রিক ঘটনা পরিদর্শন করেন ডাক্তারদের একটি সংগঠন।
Advertisement
Live Cricket Score
upskillninja