Explore

Search

May 6, 2025 10:35 am

IAS Coaching

চিতাবাঘের আক্রমণে জখম যুবক

#মালবাজার: আবারো ভর সন্ধ্যায় চিতাবাঘের আক্রমণ জখম হলো এক যুবক। নাম আশরাফুল গনি(২২)। বাড়ি নাগরাকাটা ব্লকের আংরাভাসা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের খেরকাটা গ্রামে। স্থানীয় সুত্রে জানাগেছে, রবিবার রাত ৮টা নাগাদ আশরাফুল ও তার দুই বন্ধু গ্রামীণ পথ ধরে বাড়ি ফিরছিলো। চলার পথে দুই বন্ধু খানিকটা এগিয়ে যায় এবং আশরাফুল কিছুটা পিছিয়ে পড়ে।
সেই সময় পাশের ঝোপ থেকে এক চিতাবাঘ আচমকা আশরাফুলের ওপর ঝাঁপিয়ে পড়ে। সে মাটিতে পড়ে গেলে চিতাবাঘ তার হাতে পিঠে থাবা বসিয়ে দেয়। আশরাফুল প্রচন্ড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। চিৎকার শুনে দুই বন্ধু হাতে থাকা লাঠি নিয়ে চিতাবাঘটিকে  ধাওয়া করে। চিতাবাঘটি আশরাফুলকে ছেড়ে অন্ধকারে পালিয়ে যায়।
দুই বন্ধু ও আশেপাশের লোকজন জখম আশরাফুলকে নিয়ে রাত দশটা নাগাদ শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার চিকিৎসা শুরু হয়। খবর পেয়ে আছেন বণকর্মীরা। বনদপ্তর সূত্রে জানা গেছে, আশরাফুলের চিকিৎসার খরচা বনদপ্তর বহন করবে।
Advertisement
Live Cricket Score
upskillninja