Explore

Search

May 5, 2025 11:26 am

IAS Coaching

বেতগুড়িতে সহিরুল উৎসবে গণবিবাহে ২২ জোরা হাত এক হলো

#মালবাজার: এখন বসন্তকাল চলছে, বনে বনে শাল গাছে ফুল ফোটে। এই সময়ে আমাদের দেশের আদিবাসী সমাজ বর্ষ বরণ উৎসবে মেতে ওঠে। আশেপাশের পরিবেশ সাজিয়ে সহরুল উৎসবে মেতে ওঠে। সামাজিক এই রীতি অনুসারে রবিবার ডুয়ার্সের মাল ব্লকের বেতগুড়ি চাবাগানে জিতুয়া লাইন শ্রমিক মহল্লায় সহরুল উৎসবে মেতে ওঠে।
সেই সাথে ২২ জোরা হাত এক হলো। আদিবাসী সমাজের আরও একটি রীতি রয়েছে। সেটা হলো অনেক দম্পতি একত্রে বসবাস করলেও আর্থিক সহ অন্যান্য কারণে সামাজিক ভাবে বিবাহ করে উঠতে পারেন না। এই রকম গনবিবাহে তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া হয়।
রবিবার সহরুল উৎসবে গনবিবাহ অনুষ্ঠানে মেতে উঠলো বেতগুড়ি চাবাগানের মানুষ। উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেনী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইক। ছিলেন আদিবাসী উন্নয়ন সমিতির সীতা ওরাও, মাখন ওরাও, স্থানীয় পঞ্চায়েত সদস্য মানিক ওরাও সহ অন্যান্যরা।
Advertisement
Live Cricket Score
upskillninja