Explore

Search

May 3, 2025 11:49 pm

IAS Coaching

পাচারের আগে চোরাই চা-পাতা সমেত পুলিশের হাতে গ্রেপ্তার ২০ 

#মালবাজার: প্রায় ৯০০ কেজি চোরাই চা পাতা‌ পাচার করার আগেই পুলিশের হাতে গ্রেফতার ২০ জন। ঘটনাটি ঘটেছে মালবাজার শহর সংলগ্ন রাজা চা বাগানের ফাটকানজোত এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ফাটকানজোত এলাকায় পাচারের জন্য  প্রচুর চায়ের বস্তা মজুত করে রেখেছিল কিছু দুষ্কৃতী।
গোপন সূত্রে খবর পেয়ে রাত ৩ টায় সেখানে অভিযান চালায় মাল থানার সাদা পোষাকের পুলিশ। ঘটনাস্থল থেকেই পাকড়াও হয় ২০ জন দুষ্কৃতী। এরপর পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে মালবাজার থানার পুলিশ।
জানাগেছে, ধৃতরা তাদের দোষ স্বীকার করেছে।  ধৃতদের শুক্রবার জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করছে মালবাজার থানার পুলিশ। তবে চা পাতা গুলো কোন বাগান থেকে চুরি করা সেই বিষয়ে এখনও স্পষ্ট নয় পুলিশ। কোনো চা বাগানের তরফে অভিযোগ জমা হয়নি মালবাজার থানায়। সেক্ষেত্রে আশঙ্কা করা হচ্ছে, মাল ব্লকের বাইরে থেকে চোরাই চা পাতা এতে এখানে মজুত করা হয়েছিল। ৯০০ কেজি চা পাতা ছাড়াও একটি ৪০৭ ডিআই গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।
এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja