Explore

Search

May 4, 2025 12:02 am

IAS Coaching

জেলাস্তরীয় দাবা প্রতিযোগিতার আসর রায়গঞ্জে

#দেবলীনা ব্যানার্জী, রায়গঞ্জ: মহান মে দিবসের দিন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল জেলাস্তরীয় দাবা প্রতিযোগিতা। কিশোর কিশোরীদের মানসিক ও বৌদ্ধিক বিকাশের লক্ষ্যে দাবা খেলা সর্বোত্তম বলে জানালেন উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার। এদিন দুপুরে রায়গঞ্জের সুপার মার্কেটের রোটারি ভবনে জেলা দাবা সংস্থার পক্ষ থেকে উত্তর দিনাজপুর দাবা প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।

ইসলামপুর মহকুমায় স্থানাধিকারী ও রায়গঞ্জ মহকুমার প্রতিযোগীদের নিয়ে এই প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে। এই প্রতিযোগিতায় স্থানাধিকারীরা রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রায় একশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বর্তমানে মোবাইল সোশ্যাল মিডিয়ার যুগে কিশোর কিশোরীরা অধৈর্য হয়ে উঠছে যার কুপ্রভাব পড়ছে তাদের মননে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

দাবা খেললে একদিকে যেমন তাদের বৌদ্ধিক বিকাশ ঘটবে অপরদিকে মানসিক বিকাশেও সহায়ক হবে। আন্তর্জাতিক মে দিবসের বিশেষ দিনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন একজন শ্রমিকের হাত দিয়ে প্রদীপ প্রজ্জ্বলন করে হয়। গ্র‍্যান্ডমাস্টার ও অর্জুন পুরস্কার প্রাপ্ত দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া এদিন ফোনে জেলার সকল দাবাড়ুদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা প্রদান করেন।

Advertisement
Live Cricket Score
upskillninja