Explore

Search

May 3, 2025 11:09 pm

IAS Coaching

চেল নদীর তীরে শক্তি স্তম্ভের পাদদেশে শরুল পূজা ও গণবিবাহ

#মালবাজার: ওদলাবাড়ি চেল নদীর ধারে শক্তি স্তম্ভে শরুল পুজোর মধ্যে দিয়ে আদিবাদী সম্প্রদায়ের নতুন বর্ষ বরন তার সঙ্গে গণ বিবাহ থেকে আদি সংস্কৃতির প্রদর্শনীতে জমজমাট হয়ে উঠল ওদলাবাড়ি। প্রকৃতিতে এই সময় শাল গাছে ফুল ফুটে যাওয়া মানেই এসেছে নতুন বর্ষ এসেছে শুরু হয় আদিবাসী সমাজের শারুল উৎসবের সঙ্গে শক্তি স্তম্ভে  পুজো। আদিবাসী সমাজে, “শক্তি খুটা” একটি গুরুত্বপূর্ণ প্রতীকী উপাদান যাকিনা  এই সমাজের বিশ্বাস ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
তাদের বিশ্বাস অনুযায়ী শক্তি বা আধ্যাত্মিক শক্তির উৎস হিসাবে বিবেচিত হয়। বুধবার থেকে সেই খুটা পুজো সহ নিজেদের আদি সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ওদলা বাড়ির শক্তি খুটা পিঠের মাঠে শুরু হয়েছে বিশেষ উৎসবের সঙ্গে বিভিন্ন সামাজিক কর্মসূচি। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে উৎসব কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় গণ বিবাহের ,এরই সঙ্গে আদিবাসী সমাজে আদি বেশভূষা এবং অস্ত্র প্রদর্শিত করা হয় নতুন নতুন প্রজন্মের সামনে।
এদিনের গণ বিবাহ কর্মসূচির মধ্যে দিয়ে ৬৪ জোড়া আদিবাসী যুবক যুবতী হাতে হাত রেখে নতুন জীবনে পথে এগিয়ে গেলো অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী সমাজের প্রবীণ ব্যক্তিদের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে। এই প্রসঙ্গে আদিবাসী গ্রাম সভার অধ্যক্ষ চন্দন লোহারা বলেন, দুদিন ধরে এই উৎসব চলছে, আজ সমাপ্তি, আজকে বিশেষ পুজো ছাড়াও আমরা ৬৪ জোড়া আদিবাসী ভাই বোন দের বিয়ে দিয়ে নতুন জীবনের পথে ওদের যাত্রার সুভারম্ভ করছি।
Advertisement
Live Cricket Score
upskillninja