Explore

Search

May 4, 2025 12:02 am

IAS Coaching

দশম শ্রেণীর পরীক্ষায় সারা জাগানো ফল করলো ওদলাবাড়ি ডন বসকের সুপ্রতিম 

#মালবাজার: দশম শ্রেণির আইসিএসসি পরীক্ষায় দারুণ ফল করলো ওদলাবাড়ি ডন বসকো স্কুলের ছাত্র সুপ্রতীম সরকার। ৯৮.৪০ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম হয়েছে সুপ্রতীম। বুধবার বাবা প্রবীর সরকার ও  মা সুচিত্রা সরকার কে সঙ্গে নিয়ে স্কুলে রেজাল্ট নিতে এসেছিলো সুপ্রতীম। সেখানেই এক প্রশ্নের উত্তরে ভবিষ্যতে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা সুপ্রতীম তার পরীক্ষার প্রস্তুতির কথা প্রসঙ্গে জানিয়েছে যে একজন মাত্র গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করেছে সে।
এর বাইরে স্কুলের একাধিক শিক্ষক তাকে বিভিন্ন বিষয়ে পড়াশোনায় সাহায্য করেছেন। বাড়িতে বাবা-মা’ও তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন বিষয়ে সুপ্রতীমের প্রাপ্ত নম্বর ইংরেজি -৯৮, ইতিহাস- ১০০, কম্পিউটার অ্যাপ্লিকেশন-১০০, অঙ্ক- ৯৬ এবং সায়েন্স( ফিজিক্স +কেমিস্ট্রি + বায়োলজি)৯৯। সুপ্রতীমের ব্যাক্তিগত সাফল্যের পাশাপাশি ডন বসকো স্কুলের সার্বিক ফলাফলও উল্লেখযোগ্য।
মোট ৯২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশের হার ১০০%। ফলাফলে খুশি প্রকাশ করেছেন ডন বসকো ওদলাবাড়ির প্রিন্সিপাল টিজো থমাস। একইসাথে দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষায় হিউম্যানিটি বিভাগে ৯৫.৭৫ শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অর্জন করেছে শ্রুতি সোনার।
Advertisement
Live Cricket Score
upskillninja