
#মালবাজার: আবারো খাঁচায় বন্দী হল এক পূর্ণ বয়স্ক চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মাল ব্লকের রাঙ্গামাটি চা বাগানে। রাঙ্গামাটি চা বাগানে গত কয়েক বছর ধরে চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছে। বিভিন্ন আবাদি এলাকায় মাঝেমধ্যেই দেখা মেলে চিতাবাঘের। সন্ধ্যা হতেই শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল হাঁস-মুরগি শুয়োর নিয়ে যায়। এর আগেও ওই চা বাগানে চিতাবাঘ খাঁচায় বন্দি হয়েছিল। তারপরেও চিতাবাঘে উপদ্রব কমেনি।

এদিক ওদিক হানা দিচ্ছিল ওই চিতাবাঘ। বন দপ্তর গত মঙ্গলবার বিকেলে চা বাগানের আবেদন অনুসারে ২৫ নম্বর সেকশনে চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। খাঁচা পাতার কয়েক ঘন্টার মধ্যেই ধরা পড়ে সেই চিতাবাঘ। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। মালবাজার বন্যপ্রাণ স্কোয়ার্ডের রেঞ্জার অংকন নন্দী জানান, চিতাবাঘটি সুস্থই আছে তাকে গরু মারার জঙ্গলে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত এক মাসে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে প্রায় এক ডজনের বেশি চিতাবাঘ উদ্ধার হয়েছে। চিতাবাঘের আক্রমণে জখম হয়েছে বেশ কিছু চা শ্রমিক। এর থেকেই অনুমান করা যায় ডুয়ার্সের চা বাগান গুলিতে দিন দিন চিতাবাঘের উপস্থিতি বাড়ছে। এতেই সমস্যা তৈরি হচ্ছে বাড়ছে আতঙ্ক।






