Explore

Search

April 28, 2025 9:42 am

IAS Coaching

পহেলগাওয়ে উগ্রপন্থীদের হানায় নিহত ২৮ জনের আত্মার শান্তি কামনায় একাধিক সংস্থা

#মালবাজার: কাশ্মীরের পহেলগাওয়ে উগ্রপন্থীদের আক্রমণে নিহত ২৮ জন পর্যটকের বিদেহী আত্মার শান্তি কামনায় মালবাজার ক্যাল্টেক্স মোরের শহীদ চকে প্রার্থনা জানাল একাধিক সংস্থা। শনিবার সন্ধ্যায় লায়ন্স ক্লাব অফ মালের সদস্য সদস্যরা মৌন মিছিল সহ শহীদ চকে পৌছায়।
সেখানে মোমবাতি জ্বালিয়ে এবং নিরবতা পালন করে নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা করেন। পরে সংগঠনের পক্ষ থেকে শংকর কুমার দাস বলেন, এ জাতীয় ঘটনা অনভিপ্রেত যারাই এই ঘটনা ঘটিয়েছে তাদের প্রতি নিন্দা করছি। ভবিষ্যতে যাতে এরকম না ঘটে তার জন্য সবার কাছে আবেদন করছি।
এরপরই শহীদ চকে আসে মালবাজার মুসলিম সমাজের প্রতিনিধিরা। তারাও নিরব মিছিল করে চলে শহীদ চোখে আসেন। নারী পুরুষ যুবক যুবতী বিনম্র শ্রদ্ধায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। মোমবাতি জ্বালিয়ে নীরবতা পালন করে মৃতদের প্রতি সমবেদনা জানান। ভবিষ্যতে যাতে এই ঘটনা না ঘটে সে বিষয়ে আবেদন রাখেন।
Advertisement
Live Cricket Score
upskillninja