
#মালবাজার: আবারো বনের পথে ট্রেন চালকদের তৎপরতায় দুর্ঘটনা এড়িয়ে প্রাণ বাঁচল শাবক সহ বুনো হাতির। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে সেবক ও গুলমা স্টেশনের মাঝে মহানন্দা বনাঞ্চল এলাকায়। রেল সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ০৭.৪৫ মিনিট নাগাদ নিউ বঙ্গাইগাঁও থেকে শিলিগুড়ি অভিমুখে ৭৫৭২৬ নম্বর ডিএমিউ ট্রেন চালিয়ে আসছিলেন লোকো পাইলট সঞ্জয় সরকার ও সহকারী লোকো পাইলট রকি কুমার।

রাতের অন্ধকারে ট্রেনের আলোয় সেবক ও গুলমা স্টেশনের মাঝে তারা দেখতে পান একটি মা হাতি ও তার শাবক জঙ্গলের পথে ট্রেন লাইন অতিক্রম করছে। এই দৃশ্য নজরে আসতেই তারা আপৎকালীন ব্রেক কোশে ট্রেন থামিয়ে দেন। শাবক সহ মা হাতি রেললাইন অতিক্রম করে জঙ্গলে প্রবেশের পর আবার তারা ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেয়। এভাবেই দুজনের তৎপরতায় দুর্ঘটনা এড়িয়ে রক্ষা পায় শাবকসহ মা হাতি। এই ঘটনার পর রেল কর্তৃপক্ষ ওই চালক দুজনকে অভিনন্দন জানিয়েছে। তাদের শুভেচ্ছা জানিয়েছে একাধিক পরিবেশপ্রেমী সংগঠন।







