
#মালবাজার: শুক্রবার সন্ধ্যার কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড নাগরাকাটা ব্লকের একাংশ। শুক্রবার সকাল থেকে আকাশ পরিষ্কার থাকলেও সন্ধ্যার প্রাক্কালে মেঘ ঘনিয়ে আসে। সূর্য ডুবতেই বইতে থাকে দমকা হাওয়া সেই সাথে শুরু হয় প্রবল বেগে ঝড় ও বৃষ্টি। ঝড়ের হাওয়া খানিকটা কমতেই শুরু হয় শিলাবৃষ্টি।

প্রবল কালবৈশাখীর দমকা হাওয়ায় বিশাল এক গাছ উপরে পড়ে রাস্তার উপর স্থানীয় চাঁদর লাইন শ্রমিক এলাকায়। রাস্তায় গাছ পড়ার ফলে নাগরাকাটা থেকে চম্পাগুড়ি যাওয়ার রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বহু বাড়িতে সুপারি গাছ ভেঙে পড়ে। বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎ প্রবাহ ব্যাহত হয়। মূলত নাগরাকাটা বাজারের উত্তর পশ্চিম অংশ ও পাশের চা বাগান এলাকায় ঝড়ের তাণ্ডব দেখা যায়। ঝড় থামার পর গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয় এবং যান বাহন চলাচল স্বাভাবিক হয়।

ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরে আধিকারিক রনিত বিশ্বাস বলেন, ঝড়ে গাছপালা ভাঙলেও সেরকম বড় ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। গাছ কেটে রাস্তা পরিষ্কার করা হয়েছে। ব্লক প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।






