#রায়গঞ্জ: উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নিমাই কবিরাজ। রবিবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, যাদবপুর ,মথুরাপুর, ঝাড়গ্রাম এবং কাটোয়া সহ ৬ টি সংগঠনিক জেলায় এই রদবদল করা হলো।
উত্তর দিনাজপুরের বিদায়ী জেলা সভাপতি বাসুদেব সরকারকে সরিয়ে নিমাই কবিরাজকে এই পদে বসানোর জল্পনা বেশ কিছুদিন ধরেই চলছিল। অবশেষে রবিবার সীলমোহর দিলো দল। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল জেলা বিজেপির পালে কতটা হাওয়া টানবে এখন সেটাই দেখার।