
#মালবাজার: গজালডোবা তিস্তা ব্যারেজের উপর দিয়ে পণ্যবাহী ভারী যান চলাচলের উপর নিষেধাজ্ঞা রয়েছে। ভারী যান যাবে অবৈধভাবে চলাচল করতে না পারে তার জন্য ব্যারিকেট লাগানো রয়েছে। এতেই সমস্যায় পড়েছে পণ্যবাহী ট্রাক, ডাম্পার সহ অন্যান্য যানবাহনে মালিক,ড্রাইভার ও শ্রমিকরা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ইতিপূর্বে পথ অবরোধ, স্মারকলিপি প্রদান সহ নানাভাবে আবেদন করা হয়েছে।

কিন্তু, নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে আমরণ অনশনের হুমকি দিল গজলডোবা ট্রাক ওনার অ্যাসোসিয়েশন।
সংগঠনের পক্ষ থেকে জেলা শাসকের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে জানানো হয়েছে, নিষেধাজ্ঞা থাকার ফলে প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বহু ট্রাক ও ডাম্পার বসে রয়েছে। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি নিয়ে সোমবার থেকে গজালডোবা ১০ নম্বর চৌপথি এলাকায় আমরণ অনশনে বসবে ট্রাক, ডাম্পার সহ অন্যান্য ভারী যানবাহনের মালিক, কর্মীরা।

রাজেন বিশ্বাস ও গিরিন্দ্র মন্ডলের স্মাক্ষর করা ওই চিঠিতে আরো জানানো হয়েছে যে অনশনে ব্যবসাহী থেকে সাধারণ মানুষও অংশ নেবে।
ইতিমধ্যেই সেই চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আন্দোলন সফল করতে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে।






