
#মালবাজার: আবারও চা বাগান থেকে উদ্ধার হলো ১৫ ফুট লম্বা বিশাল কিংকোবরা। রবিবার সকালে মাল ব্লকের মিনগ্লাস চাবাগানের ডালিমকোট ডিভিশনের ১ নম্বর সেকসন উদ্ধার হয় ওই বিশাল কিং কোবরা। গত এক সপ্তাহে পরপর এইভাবে কিং কোবরা উদ্ধার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে একাধিক পরিবেশ প্রেমী।

জানাগেছে, এদিন সকালে চা বাগানের শ্রমিকরা প্রথম ওই বিশাল সাপটিকে চা বাগানের একটি নালার মধ্যে দেখতে পায়। বিশাল আকারের বিষাক্ত সাপ দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রাণ শাখার মাল স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে খাঁচা বন্দী করে। বনকর্মীরা জানায়, সাপটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার বড়দিঘী চা বাগানের টিলাবাড়ি ডিভিশন থেকে উদ্ধার হয় বিশাল দৈর্ঘ্যের কিং কোবরা। তার আগে মিশনহিল চা বাগানের শ্রমিক মহল্লা এলাকা থেকে অনুরূপ দৈর্ঘ্যের কিং কোবরা উদ্ধার করে বন বিভাগের নেওরা রেঞ্জের বনকর্মীরা। এভাবেই গত এক সপ্তাহে কয়েকটি কিং কোবরা উদ্ধার হয়েছে। এতেই উদ্বেগ প্রকাশ করেছে একাধিক পরিবেশ প্রেমী। চালসার পরিবেশ প্রেমী মানবেন্দ্র দে সরকার বলেন, গত মাসে আশেপাশে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সম্ভবত এই কারণেই বনাঞ্চল ছেড়ে কিং কোবরা চা বাগানে আশ্রয় দিয়েছে। শ্রমিকদের সতর্ক থাকা উচিত।

ওদলাবাড়ির পরিবেশ প্রেমী নফশার আলী বলেন, কিং কোবরা সাধারণত বনাঞ্চলেই বাস করে। বসতির আশেপাশে এদের খুব কমই দেখা যায়। গত মাসে বিভিন্ন বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সম্ভবত এজন্যেই এই প্রজাতির সাপেরা চা বাগানে ঠান্ডা স্যাতস্যাতে পরিবেশে আশ্রয় নিয়েছে।





