Explore

Search

April 19, 2025 11:35 pm

IAS Coaching

ভরসন্ধ্যায় বনের পথে বাইসনের সঙ্গে সংঘর্ষে জখম দুই বাইক আরোহী


#মালবাজার: ভর সন্ধ্যা বেলা বন থেকে হঠাৎ করে বেরিয়ে আসা বাইসনের সাথে সংঘর্ষে জখম হলেন দুই বাইক আরোহী যুবক। তাঁদের নাম যথাক্রমে নারায়ণ বর্মন (৩২) ও মনদীপ লামা (৩৩)। দুজনের বাড়িই নাগরাকাটা ব্লকের সুখানী বস্তিতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় ১৭ নম্বর জাতীয় সড়ক চেরা জলঢাকা নদীর কাছে চাপরামারি বনাঞ্চলে।

বাইসনের সাথে ধাক্কা লেগে দুজনেই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাঁদের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিতসক ডাঃ অভিজিত সিনহা বলেন, নারায়ণের মাথায় আঘাত লেগেছে। মনদীপের চোট কাঁধে। প্রাথমিক চিকিতসার পর তাঁদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়।
জানাগেছে, ওই দুই যুবক বাতাবাড়ি থেকে কিছু কাজ সেরে জাতীয় সড়ক ধরে বাইক চেপে  বাড়ি ফিরছিলেন। পুলিশ জানিয়েছে বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ওই জাতীয় সড়কে বাইসনের সাথে কখনো বাইক আবার কখনো গাড়ির সংঘর্ষের ঘটনার নজির রয়েছে। কিছু দিন আগে খুনিয়া মোড়ের সামনে গাড়ির ধাক্কায় একটি বাইসনের মৃত্যুও হয়েছিল। এদিনের বাইসনটি অবশ্য জঙ্গলে চলে যায় বলে জানা গিয়েছে।বাইসনটি কোন জখম হয়েছে কি না? তা নিয়ে বনকর্মীরা অনুসন্ধান চালাচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja