
#মালবাজার: বন্ধ একটি গোডাউন থেকে ঝুলন্ত থাকা অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে যুবকের পরিচয় জানা যায়নি। জানা গেছে, বুধবার দুপুরে চালসার কুর্তি নদীর ধারে কুর্তি পাড়া এলাকার একটি বন্ধ গোডাউনে জানালা দিয়ে স্থানীয় লোকজন ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায়।

খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ওই যুবকের পরিচয় বলতে পারেনি। মৃতের বয়েস আনুমানিক তিরিশ এবং গায়ের রং ফর্সা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং ওই মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা হচ্ছে।







