
#মালবাজার: চা বাগানের ছায়া দানকারী গাছ থেকে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান চা বাগানে। মৃতের নাম ডোনাল্ড ওরাও (২৪)। তার বাড়ি পাশে গাঠিয়া চা বাগানের মাথু লাইন শ্রমিক মহল্লায়। স্থানীয় শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে মৃত ডোনাল্ড ওরাও লুকসান চা বাগানে দিনমজুরের কাজ করতো।

বুধবার সকালে শ্রমিকরা পাতা তোলার কাজ করতে গেলে চা বাগানে ৪ নম্বর সেকশনে একটি গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তার গলায় ফাস লাগানো অবস্থায় ঝুলছিল। এই ঘটনায় ওই চা বাগানে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। এটি আত্মহত্যা না অন্য কোন কিছু সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।







