
#মালবাজার: বছরে প্রথম দিনটা ভালো গেল না নাগরাকাটা ব্লকের প্রত্যন্ত বামনডাঙ্গা চা বাগানে। এদিন ওই চা বাগানে দুটি পৃথক ঘটনায় হাতির আক্রমণ মৃত্যু হয়েছে একজনের। অপরদিকে জংলি শুয়োরের আক্রমণে জখম হয়েছে দুইজন। জানাগেছে, এদিন ওই চা বাগানের টন্ডু ডিভিশন এলাকার ১৪ নম্বর সেকশনে হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। বনদপ্তর সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিল। অপরদিকে ওই চা বাগানের বামনি লাইন শ্রমিক মহল্লার বাসিন্দা রাজকুমার সাহু (৩০) এবং ভোলা মানকি মুন্ডা নামের দুইজন জংলি শুয়োরের আক্রমণে মারাত্মকভাবে জখম হয়েছে।

চা বাগানের বাসিন্দা কৈলাস গোপ জানান, এদিন ওই দুইজনের স্ত্রী চা বাগানে পাতা তোলার কাজ করছিল। রাজকুমার ও ভোলা তাদের স্ত্রী ‘দের জন্য দুপুরের খাওয়ার নিয়ে যাচ্ছিল। বামনি চৌপল এলাকায় তারা পৌঁছতেই পাশের জঙ্গল থেকে একটি শুয়োর বেরিয়ে এসে প্রথমে ভোলার উপর আক্রমণ করে। ভোলাকে বাঁচাতে গেলে রাজকুমারের ওপর ওই ঘাতক শুয়োর আক্রমণ করে বসে।

শুয়োর তার তীক্ষ্ণ দাঁত দিয়ে দুজনকেই ক্ষতবিক্ষত করে। ভোলার চাইতে রাজকুমারের বেশি চোট লেগেছে। ওই ঘটনার পর চা বাগানে শ্রমিকরা দ্রুত ক্ষতবিক্ষত অবস্থায় দুইজনকে নিয়ে শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। তাদের আঘাত গুরুতর থাকায় প্রাথমিক চিকিৎসার পর তাদের মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা দুইজন সেখানেই চিকিৎসাধীন।






