
#মালবাজার: গ্রাম বাংলার অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব চৈত্র মাসের গাজন এবং বছরের শেষ দিনে চড়ক মেলা। চৈত্র মাস পড়তেই বিশেষ কিছু সম্প্রদায়ের মানুষ গাজনের ব্রত পালন করে। সম্পুর্ন মাস ব্যাপী ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে সিধা নিয়ে আসে। সন্ধ্যায় একত্রিতভাবে আহারে। এভাবেই চলে গোটা মাস তারপর সংক্রান্তি তিথিতে চরকের গাজন উৎসব পালন করা হয়।

এই প্রথা মেনে মালবাজার শহরের কলোনির মাঠে গাজন উৎসব পালিত হয়। এদিন গাজনের কলাকৌশল দেখতে মানুষের ভিড় উপচে পড়েছিল। চরক উৎসবের অন্যতম আকর্ষণ বিভিন্ন শারীরিক করসৎ প্রদর্শন করা এবং পরে চোরকিতে আরোহন করে প্রদক্ষিণ করা। এসব দেখতে সোমবার দুপুরের পর থেকেই সবাই কলোনির মাঠে ভিড় জমাতে শুরু করে। চরকের মূল আছো বাঁশের বেড়া দিয়ে ঘিরে নেওয়া হয়েছিল। তার ভিতরে চোড়কি সহ শারীরিক করসৎ দেখায় ব্রতধারীরা। সন্ধ্যা ৬পর্যন্ত চলে চড়কের গাজন উৎসব।







