Explore

Search

April 16, 2025 7:17 am

IAS Coaching

নিষিদ্ধ নেশার ওষুধ ও স্কুটি সহ দুইজন গ্রেপ্তার 

#মালবাজার: রবিবার নিষিদ্ধ নেশার ওষুধ ও স্কুটি সহ দুইজনকে গ্রেপ্তার করল মাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মাল থানার সাব ইন্সপেক্টর নিমা শেরপা রানীচেরা চাবাগানের বালাবাড়ি ডিভিশন এলাকায় চেকিং করার সহ একটি অ্যাক্টিভা স্কুটি সহ রুপন দরজী ও রোশন বিশ্বকর্মা নামের ২ যুবককে আটক করে।
তাদের কাছ থেকে ৪৫৬টি ক্যাপসুল ট্রমডেল ডাইক্লোমিন জাতীয় ওষুধ পাওয়া যায়। যেটা নেশার প্রয়োজনে অনেকে ব্যবহার করে। পুলিশের কাছে ওই দুই যুবক এসব বিক্রি করে রোজগার করতে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে তুলে পুনরায় রিমান্ডে আনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja