
#মালবাজার: পুলিশের কাছে ঘটনার সত্য উদঘাটন এবং দোষী ব্যক্তি বা ব্যক্তিগনের শাস্তির দাবি জানাবো ডুয়ার্সের সংবাদ কর্মীদের সংগঠন ওয়েস্টার্ন ডুয়ার্স ওয়েস্টার্ন ডুয়ার্স প্রেসক্লাব।
রবিবার বিকেলে সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধি মাল মহকুমা পুলিশ আধিকারিক দেশমুখ রোশন প্রদীপের সঙ্গে দেখা করে দাবী পত্র তার হতে তুলে দেন। প্রতিনিধি দলে ছিলেন অনুপ সাহা সব্যসাচী ঘোষ দেবজ্যোতি চট্টোপাধ্যায়, সন্তু চৌধুরী, সোমনাথ দত্ত সহ অন্যান্যরা।

বেরিয়ে এসে সংগঠনের সভাপতি অনুপ সাহা বলেন, আমাদের এক সহকর্মী বিরুদ্ধে একটি মামলা হয়েছে। আমাদের মনে হয়েছে এটা প্রতিহিংসা পরায়ণ একটি ষড়যন্ত্র। তাই আমরা প্রকৃত সত্য উদঘাটনের জন্য এবং দোষী ব্যক্তিকে শাস্তি দানের দাবিতে আবেদন রেখেছি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বুধবার এক দৈনিক পত্রিকার সাংবাদিকের বিরুদ্ধে এক মহিলা শালীনতা হানির অভিযোগ করেন। প্রকাশ্য দিনের বেলায় মাল বিডিও অফিস চত্বরে বহু মানুষের সমাগমে কিভাবে এই ঘটনা ঘটলো? এ নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তারপর এদিন সাংবাদিকদের সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।







