Explore

Search

April 19, 2025 12:20 pm

IAS Coaching

রাতে গাড়ির হেডলাইটে চা বাগানের পথে ধরা পড়লো চিতাবাঘের বিচরণ

#মালবাজার: ডুয়ার্সের চা বাগান গুলিতে বর্তমান সময়ে চিতাবাঘের বসতি তৈরি হয়েছে। প্রায় প্রতিটি চা বাগানে চিতা বাঘের উপদ্রব নিয়ে অভিযোগ রয়েছে। গত ১৫ দিনে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান থেকে ১১ টি চিতাবাঘ বনদপ্তরের পাতা খাচায় আটক হয়েছে। পাশাপাশি চিতা বাঘের আক্রমণে জখমের ঘটনাও ঘটেছে। এইরকম পরিবেশে সন্ধ্যা বেলা চা বাগানের পথে হাঁটলেই চিতা বাঘের বিচরণ দেখা যায়।
কিছুদিন আগে সামসিংচা বাগানের রাস্তায় গাড়ির হেডলাইটে দেখা গিয়েছিল চিতার বিকরণ। একই রকম ভাবে শনিবার রাতে এগারোটা নাগাদ আইভিল চা বাগানের সাতকাইয়া ডিভিশনের চা বাগানের রাস্তায় দেখা গেল চিতাবাঘের বিচরণ। আইভিল চা বাগানের আধিকারিক রাজেন বারাইক পরিবার নিয়ে রাতের আহারে গিয়েছিলেন বাইরে। রাত ১১ টা নাগাদ ফিরছিলেন চা বাগানের রাস্তা ধরে সেই সময় গাড়ির হেডলাইটে চিতাবাঘের বিচরণ দেখলেন এবং ক্যামেরা বন্দি করলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja