
#মালবাজার: হাসপাতালে ভর্তি থাকা রোগীকে হেনস্তার অভিযোগ উঠল মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে। অসুস্থ রোগীকে মারধোরের অভিযোগে হাসপাতালের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ঘটনায় শনিবার রাতে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। মালবাজার থানা সূত্রে জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ১০ এপ্রিল হাসপাতালে এক প্রবীণ রোগীকে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় সেই রোগীর প্যান্টের পকেটে মাদক জাতীয় কিছু দ্রব্য লক্ষ্য করেন হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মী। এরপরই ওই রোগীকে মারধর করেন এবং টেনেহিচড়ে নিচে নামান বলে অভিযোগ রোগীর পরিবারের।

রোগীর পরিবারের কাছে খবর পৌঁছাতেই শহর লাগোয়া ক্ষুদিরাম পল্লীর মানুষজন হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। হাসপাতালের কর্মীদের সাথে বাগবিতন্ডাতেও জড়িয়ে পড়ে রোগীর পরিবার। পরিবারের সদস্য আব্দুল রহিম বলেন, ভুলবশত পকেটে মাদকদ্রব্য ছিলো। নিরাপত্তা কর্মী কেড়ে নিতে পারতেন। তা না করে অসুস্থ বাবাকে মারধর ও টানাহ্যাচরা করা হলো।

মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তাকর্মী ও স্বাস্থ্য কর্মীদের একাংশের এহেন আচরণে বারবার অভিযোগ উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠতে শুরু করেছে এই ধরনের ঘটনা একাধিকবার ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন কোন পদক্ষেপ করছেন না? প্রসঙ্গত হাসপাতাল সূত্রে জানা গেছে রোগীর পরিবারের তরফে এখনো কোন লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে ঘটনা কি ঘটেছে তা পর্যবেক্ষণ করে যথোপযুক্ত পদক্ষেপ করা। হবে।





