
#মালবাজার: পরীক্ষার ফল নিরাশজনক, দিনের পর দিন শ্রেণিকক্ষে পড়ুয়াদের উপস্থিতি কমছে। এইরকম পরিবেশে বুধবার মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের হিন্দি বিভাগে অধ্যাপক, অধ্যাপিকা, ৬১ জন পড়ুয়া ও অভিভাবকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কার্তিক চন্দ্র দে, হিন্দি বিভাগের প্রধান সুলোচনা দাস সহ একাধিক অভিভাবক ও পড়ুয়ারা।

এক আন্তরিক পরিবেশে পরস্পর এই বিষয় নিয়ে আলোচনা করেন। অধ্যক্ষ কার্তিক চন্দ্র দে পড়ুয়াদের সন্বোধন করে শ্রেনী কক্ষে উপস্থিতি হার বাড়াতে পরামর্শ দেন। হিন্দি বিভাগের প্রধান সুলতানা দাস বলেন, গত বর্ষের পরীক্ষার ফল খারাপ হওয়ার কারণ পড়ুয়াদের শ্রেণিকক্ষে উপস্থিত হওয়ার প্রবণতা ঘাটতি দেখা গেছে। আমরা পড়ুয়াদের সব সময় এই বিষয়ে উপযুক্ত পরামর্শ দিয়ে থাকি।

দেখা গেছে শ্রেণিকক্ষে পড়ুয়াদের উপস্থিতি হার কমেছে। এর প্রভাব পড়েছে পরীক্ষার ফলে। এদিন এই আলোচনা সভায় অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেন বিক্রম রায় কল্পনা দত্ত, অঞ্জু রায় উপস্থিত ছিলেন। তারা তাদের মতামত ব্যাক্ত করেন। কয়েকজন পড়ুয়া তাদের সমস্যা তুলে ধরে।






