Explore

Search

April 17, 2025 8:01 pm

IAS Coaching

উত্তর ধুপঝোড়ায় চালু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প

#মালবাজার: মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবারি ২ নং গ্রাম পঞ্চায়েতে চালু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। সোমবার উত্তর ধুপঝোরা জানতা পাড়া সংলগ্ন এলাকায় পুজো অর্চনা ও ফিতে কেটে  ওই প্রকল্পের সূচনা করেন জেলা পরিষদ সদস্য রেজাউল বাকী। উপস্থিত ছিলেন মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি ওরাওঁ  প্রমূখ।
বাতাবাড়ি, ধুপঝোড়া এলাকায় রয়েছে বেশকিছু রিসোর্ট, হাটবাজার।
এদিক ওদিক বনাঞ্চল সংলগ্ন এলাকায়  জঞ্জাল  ফেলা হচ্ছিল। দীর্ঘদিন ধরেই  বিভিন্ন পরিবেশপ্রেমি সংগঠনের তরফে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের দাবি উঠেছিল। অবশেষে তা চালু করা হলো। এতদিন  এলাকার জন্য কোন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প না থাকার ফলে যত্রতত্র নোংরা আবর্জনা পড়ে থাকতো।ফলে একদিকে যেমন পরিবেশ দূষিত হচ্ছিল,ছড়াচ্ছিল দুর্গন্ধও। এই প্রকল্পের ফলে এখন এই সমস্যার সমাধান হবে বলে জানা যায়।
মাটিয়ালি বাতাবারি ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মূর্তি পর্যটন কেন্দ্র সহ বহু সরকারি ও বেসরকারি রিসোর্ট ও একাধিক বাজার রয়েছে। বিভিন্ন রিসোর্ট সহ বাজার এলাকায় পড়ে থাকা নোংরা আবর্জনা ই রিক্সায় তুলে এনে এখান থেকে পচনশীল-অপচনশীল ভাগ করে সেগুলোকে নির্দিষ্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হবে বলে মাটিয়ালি  পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান জানান। এ দিনের অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েত  সদস্য  সহ কর্মীরাও উপস্থিত ছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja