
#মালবাজার: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ডুয়ার্সে আদিবাসী ভোটের দিকে নজর রেখে মাঠে নামল তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়ন। মুলত প্রবিডেন্ট ফান্ডের বকেয়া আদায়ের দাবিকে হাতিয়ার করে মঙ্গলবার ডুয়ার্সের পূর্ব প্রান্ত আলিপুরদুয়ার জেলার সংকশ ও পশ্চিম প্রান্তের জলপাইগুড়ি জেলার এলেনবাড়ি চা বাগান থেকে শুরু হয়েছে পাঁচ দিনের পদযাত্রা। এই যাত্রা নাগরাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে ১১ই এপ্রিল পৌঁছবে জলপাইগুড়ির আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড অফিসে। এদিন এলেনবাড়ি থেকে পদযাত্রার নেতৃত্বে ছিলেন শ্রমিক নেতা সঞ্জয় কুজুর, জোশেফ মুন্ডা, রাজেশ ছেত্রী প্রমুখ।

ইউনিয়নের নেতা জোসেফ মুন্ডার অভিযোগ, “চা শ্রমিকদের বেতন থেকে প্রবিডেন্ট ফান্ড কেটে নেওয়া হলেও মালিকপক্ষ তা প্রবিডেন্ট ফান্ড অফিসে জমা দেয় না। ফলে বহু শ্রমিক অবসরের পর তাদের প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। কেন্দ্র সরকার মুখে দাবি করলেও, পিএফ অফিসের গাফিলতির জেরেই হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।”

পদযাত্রা প্রসঙ্গে তৃণমূল নেতা রাজেশ ছেত্রী বলেন, “পিএফ অফিসের কিছু কর্মী এবং বিজেপি ঘনিষ্ঠ দালালদের হাত মিলিয়ে শ্রমিকদের টাকা লুট চলছে। এই অন্যায়ের প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। ১১ই এপ্রিল জলপাইগুড়ির পিএফ অফিস ঘেরাও করে আমরা জবাব চাইবো।”

সঞ্জয় কুজুর বলেন, আজ আমাদের পদযাত্রা এলেন বাড়ি চা বাগান থেকে শুরু হয়েছে। আজ ওদলাবাড়ি ডামডিম মালবাজার হয়ে মেটেলিতে পৌছাবো। আগামীকাল সেখান থেকে নাগরাকাটা বানারহাট হয়ে গয়ারকাটাতে মিলিত হব। তারপর জলপাইগুড়ি পিএফ অফিস অভিমুখে রওনা দেব। উল্লেখ্য, ডুয়ার্স ও তরাইয়ের বহু চা বাগানেই দীর্ঘদিন ধরে পিএফ সংক্রান্ত সমস্যা শ্রমিকদের নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে।





