
#মালবাজার: আবারো ঘিস নদীর চরে পাওয়া গেল সেনাবাহিনীর জোরা মর্টার সেল। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, সোমবার দুপুরে ঘিস নদীর চরে বালিপাথর সংগ্রহকারী শ্রমিকরা বালি পাথরের সঙ্গে মর্টার সেল দুটি দেখতে পায়। সাথে সাথে শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়। তারা ওই এলাকা থেকে সরে আসে।স্থানীয় এক শ্রমিক জানান, এর আগেও নদীর চরে এরকম সেল পাওয়া গেছে। পরে সেনাবাহিনীর জোয়ানরা এসে নিস্ক্রিয় করেছে।

এদিনও স্থানীয় লোকজন মাল থানায় খবর দেয়। পুলিশ সুত্রে জানাগেছে, সেল দুটি যেখানে পাওয়া গেছে সেখানে ঘিরে রাখা আছে। সেনা বাহিনীর লোকেদের খবর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওদলাবাড়ি এলাকার ঘিস নদীর চরে এনিয়ে পাঁচ বার এরকম সেল পাওয়া গেল।
কিভাবে পর পর এভাবে বিস্ফোরক সেল নদীর চরে চলে আসছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, ” ২০২৩ সালে ৪ অক্টোবর তিস্তার প্রবল জলচ্ছাসে সিকিমের একটি সেনা ছাউনির অংশ ভেসে যায়। সেই সময় তিস্তার নিম্ন অববাহিকা গজালডোবা এলাকায় ভেসে এসেছিল। অনুমান এই সেল গুলি সেরকম হবে। তিস্তা নদী থেকে বালিপাথর সাথে চলে এসেছে।







