
#মালবাজার: মালবাজার শহর জুড়ে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সৃষ্টি হলো জনপ্লাবন। মালবাজার শহরের কেন্দ্রে থাকা কলোনি ময়দানে রামনবমী উদযাপন সমিতি এবং বাসটেন্ড সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় রামনবমীর অনুষ্ঠান। একদিকে যখন রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে সনাতনীদের খোল করতাল সহযোগে কীর্তন করে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করছে, আর ঠিক সেই সময় বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত রামনবমী উদযাপন কমিটির ১১ ফুট উচ্চতার সুসজ্জিত রামের মূর্তি ও নয় ফুট উচ্চতার ঘোড়ার ওপরে সওয়ার ছত্রপতি শিবাজীর নজরকারা মূর্তি এলাকায় দাগ কাটে।

সুবিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা মাল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিভিন্ন বয়সীরা শোভাযাত্রায় পতাকা হাতে অংশগ্রহণ করেন। মিছিলের শুরু এবং শেষপ্রান্ত শুধুই কালো মাথার ছড়াছড়ি। শহরের দুই কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রায় মানুষের ঢল নামে। শোভা যাত্রার শুরু ও শেষের মধ্যেকার দূরত্ব প্রায় এক কিলোমিটার। আর শোভাযাত্রা দেখতে রাস্তার দুই ধারে সারিবদ্ধ মানুষের ভিড়। শোভা যাত্রার ভিড় সামলাতে মালবাজার থানার উদ্যোগে বিরাট পুলিশ বাহিনী মোতাযেন ছিলো।

সমগ্র রাস্তা জুড়েই শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের ঠান্ডা পানীয়র ব্যবস্থাও করে শহরের বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার তরফে। এদিন এই শোভা যাত্রায় যেমন পা মিলিয়েছিলো ছোট বড়, মহিলা পুরুষ, তেমনি ছিলেন নাগরাকাটার বিজেপি বিধায়ক পুনা ভেংরা এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতা বাপি গোষ্যামী। দুটি শোভাযাত্রা ঘিরে ছিলো পুলিশের কড়া নিরাপত্তা।






