Explore

Search

April 9, 2025 7:41 am

IAS Coaching

বানর বাহিনীর লঙ্কাকাণ্ড শহরে

#মালবাজার: বনের বানর বাহিনীর উৎপাতে  অতিষ্ঠ মাল বাজার শহরের একাংশ। কার্যত *লঙ্কাকাণ্ড* ঘটাতে শুরু করেছে বানরের দল। বিশেষ করে ১,৩,৬,৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অংশে। গত কয়েকদিন যাবত প্রায় ১০০ খানেক   বানরের একটি বড় দল মাল বাজার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেরাচ্ছে। খাবারের সন্ধানে কখনো বিভিন্ন বাড়ির  চালে এবং বারান্দায় ঘুরাঘুরি করছে,  কখনো রাস্তাঘাটে, বিভিন্ন বাড়ির বাগানে এবং দোকানেও উৎপাত করছে।   কোথাও চিপসের প্যাকেট, আবার কোথাও পাউরুটি সহ একাধিক খাবারের প্যাকেট নিয়ে চম্পট দেয়।
 মালবাজারের চার নাম্বার ওয়ার্ডের বিজেপি  কাউন্সিলর বৃন্দাবন সাহা বলেন, জঙ্গলে পর্যাপ্ত খাবার না থাকার কারনে লোকালয়ে চলে আসছে বাদরের দল। তবে কোন জায়গায় স্থায়ি থাকছে না। এক এক দিন এক এক জায়গায় দলবল নিয়ে ঘুরে বেরাচ্ছে বাদরগুলো। পথ চলতি মানুষজন ভয় পাচ্ছে। এলাকার একাধিক বাড়িতে সীমাহীন উৎপাত চালায় বানরের দল।
একাধিক বাড়িতে ঘরের ভেতর ঢুকে রান্না করে রাখা খাবার খেয়ে নেয়। বাড়িতে থাকা বিভিন্ন ফলের গাছে ফল পেড়ে খেতেও দেখা যায় বানরের দলটিকে। এলাকায় থাকা বিভিন্ন গাছপালা সহ টিনের চাল, বাড়ীর ছাদে ছোটাছুটি করতেও দেখা যায়।
 বিগত বছরেও এই সময়ে বানরের দলের উৎপাত বেড়েছিল শহরের উত্তর প্রান্তের এলাকাগুলিতে। গরমের এই মরশুমে বানরের আগমনে ভয় ভীতি ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন জেগেছে জঙ্গলে হয়তো পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। তাই হয়তো বন্যপ্রাণীদের আগমন ঘটছে জনবসতি এলাকাগুলিতে। স্থানিয় বাসিন্দা ননী গোপাল সাহা বলেন,  বেশ কিছুদিন যাবত বানরের উপদ্রব বেড়েছে মালবাজার পুরসভা এলাকায়। এদিন সকাল থেকেই বানরের দল ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে উৎপাত চালাতে শুরু করেছে। যখন তখন গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ছে বানরের দল।
বানরের দল দেখতে ভিড় জমিয়েছে  এলাকার কচিকাঁচাদের দল। তবে সকলের মধ্যেই ভয়-ভীতি বিরাজ করতে শুরু করেছে। যেকোনো মুহূর্তে গৃহস্থের বাড়ির রান্নাঘরে ঢুকে খাবার সহ যাবতীয় সামগ্রী তছনছ করতে শুরু করেছে।
বিষয়টি নিয়ে স্থানীয় বনদপ্তরে ফোন করা হলে  ব্যাবস্থা নেওয়ার আস্বাস দিয়েছে। বানর দলের সীমাহীন উৎপাতে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। কিভাবে বানর দলের মোকাবিলা করবেন তা নিয়ে চিন্তিত মালবাজার শহরের বাসিন্দারা।
মালবাজারের পশু প্রেমী স্বরুপ মিত্র বলেন, প্রায় ১০০ বেশি বানোর জঙ্গল থেকে শহরে চলে এসেছে। সম্ভবত খাবারের খোজেই লোকালয়ে চলে এসেছে। এই অবস্থায় বানরদের কাবার দিতে নিষেধ করেছেন স্বরুপ মিত্র। সাধারন মানুষ বানরদের খাবার দিলে, তাদের ফুড হ্যাবিট পরিবর্তন হয়ে যাবে। তখন বারে বারে লোকালয়ে চলে আসবে বাদরের দল। সেক্ষেত্রে বিপদও ঘটতে পারে।
Advertisement
Live Cricket Score
upskillninja