#রায়গঞ্জ: চুক্তিভিত্তিক কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করল পশ্চিমবঙ্গ ফরেস্ট সার্ভিস এমপ্লয়ি ফেডারেশনের রায়গঞ্জ শাখা। শুক্রবার রায়গঞ্জ কুলিক পক্ষী নিবাসের সামনে এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয় বনবিভাগের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা। বিগত বছরের অক্টোবর মাস থেকে দীর্ঘ ছয় মাস ধরে বেতন পাচ্ছেন না চুক্তিভিত্তিক কর্মচারীরা।
এ বিষয়ে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এর আগেও বহুবার ডেপুটেশন কর্মসূচি পালন করেছেন বলে জানান সংগঠন নেতৃত্ব। অবিলম্বে নির্দিষ্ট ব্যাংক একাউন্টের মাধ্যমে কর্মীদের বকেয়া বেতন পরিষদ না করলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন তারা।