
#মালবাজার: চাপরামারি বনাঞ্চলের পথে রাজ্য সড়কে প্রকাশ্য দিনের বেলায় হাতির হানায় মৃত্যু হল এক বাইক আরোহীনীর। মৃতার নাম গঙ্গা মঙ্গর (২২)। বাড়ি মেটিলী বাজারে এলাকায়। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২ টা নাগাদ মৃতা মহিলা এবং তার স্বামী একটি স্কুটি চেপে নাগরাকাটা থেকে ঝালং গৈরিবাস অভিমুখে যাচ্ছিলেন। চাপরামারি রেলগেট পেরিয়ে খানিক এগোতেই জঙ্গলের পথে হাতির সামনে পড়ে যান। কিছু বুঝে ওঠার আগেই বুনো হাতি তাদের আক্রমণ করে।

স্কুটির পিছনে বসা মৃতা গঙ্গা মঙ্গরকে সুর দিয়ে পেঁচিয়ে টেনে নিয়ে আছড়ে মারে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্বামী বীরেন্দ্র মঙ্গর সামান্য আঘাত পেয়ে দৌড়ে পালান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন কর্মীরা এবং নাগরাকাটা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা হয়।







