Explore

Search

April 4, 2025 3:32 pm

IAS Coaching

শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকুরি বাতিল প্রভাব পড়ল মাল মহাকুমা জুড়ে

#মালবাজার: দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে ২৬ হাজার শিক্ষক ও শিক্ষা কর্মীদের চাকরি বাতিল হয়েছে। এর প্রভাব পড়েছে গোটা রাজ্যজুড়ে। রাজ্যের অন্যান্য এলাকার সঙ্গে ডুয়ার্সের মাল মহকুমা এলাকায় ছাঁয়া পড়েছে। আদালতের আদেশনামা ঘোষিত হতেই তোলপাড় পড়ে যায় গোটা মহকুমা জুড়ে।
মালবাজার শহর সহ আশেপাশের ডামডিম, ওদলাবাড়ি, নাগরাকাটা, চালসা, লাটাগুড়ি সহ বিভিন্ন এলাকার স্কুলগুলির শিক্ষকদের নাম তালিকায় রয়েছে বলে জানা গেছে। এতেই সর্বত্র গুঞ্জন শুরু হয়েছে।
জানা গেছে, ডুয়ার্সের অন্যতম প্রাচীন হাই স্কুল মাম আদর্শ বিদ্যাভবনের ৫ জন শিক্ষকের নাম তালিকায় রয়েছে। মাল সুভাষিনী বালিকা বিদ্যালয়ের ৫ জন শিক্ষাকর্মী ও ৩ অশিক্ষক কর্মী, ডামডিম গজেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৫+১  ওদলাবাড়ি হিন্দি হাই ৪, নাগরাকাটা হিন্দি হাই স্কুলে ১৪, শুলকাপাড়া হাইস্কুলে ৭, লাটাগুড়ি হাই স্কুলে ৫ জন।এইরকম ভাবে গোটা মহকুমা এলাকা জুড়ে বিভিন্ন স্কুলে খোঁজ নিয়ে জানা গেছে যে বাতিলের তালিকা শতাধিক হয়ে গেছে। এর প্রভাব পড়েছে স্কুলগুলোতে।
মাল আদর্শ বিদ্যাভবনে প্রধান শিক্ষক উৎপল পাল বলেন, এমনিতেই স্কুলে শিক্ষকের সংখ্যা কম রয়েছে তারপর পাঁচজন বাতিল হলে পঠন পাঠনে সমস্যা তৈরি হবে। সুভাষিনী বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা সন্মীতা দাস বলেন, এখনো পর্যন্ত কোন নির্দেশ পাইনি। এভাবেই বিভিন্ন মন্তব্য পাওয়া গেছে, জানা গেছে এইসব শিক্ষক ও শিক্ষা কর্মীরা ২০১৬ সালে নিয়োগ হয়েছিলেন।
Advertisement
Live Cricket Score
upskillninja