Explore

Search

April 3, 2025 11:10 pm

IAS Coaching

বিরল রোগে আক্রান্ত শিশুর জীবন বাঁচাতে সাহায্যের আবেদন পরিবারের

#মালবাজার: মাল ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের  দত্ত কলোনির এক ফুটফুটে ১৮ মাসের শিশু নাম বিনায়ক বর্মন আজ এক চরম লড়াইয়ের সম্মুখীন। যে বয়সে তার সারা বাড়ি দৌড়ে বেড়ানোর কথা, সে আজ দুরারোগ্য নিউরোলজিক্যাল ডিসঅর্ডার OMS-এ আক্রান্ত। এই কঠিন ও বিরল রোগের চিকিৎসার জন্য তাকে প্রতিমাসে নিতে হচ্ছে ৮টি ব্যয়বহুল ইনজেকশন, যার জন্য পরিবারের প্রতিমাসে লক্ষাধিক টাকা ব্যয় করতে হচ্ছে।
শিশুটির বাবা নারায়ণ বর্মন, যিনি একজন ছোটখাটো ব্যবসায়ী জানিয়েছেন—তিন মাস আগে প্রথমবার তারা লক্ষ্য করেন যে তাদের সন্তান স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না, শরীরের ভারসাম্য ঠিক রাখতে পারছে না। উদ্বিগ্ন পরিবার প্রথমে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা করান। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় তাকে শিলিগুড়ির এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, সেখানেই ধরা পড়ে OMS নামক বিরল রোগ। খবরটি শোনার পর পরিবারের উপর যেন আকাশ ভেঙে পড়ে।
চিকিৎসকরা জানিয়েছেন, এই রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী এবং নিয়মিত ইনজেকশন ও ওষুধের প্রয়োজন হবে, যা অত্যন্ত ব্যয়বহুল। শিশুটির বাবা একা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায়, এত টাকা যোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এমতাবস্থায়, পরিবারের একমাত্র আশার আলো সমাজের হৃদয়বান মানুষজন। শিশুটির মা-বাবা সবার কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja