
#মালবাজার: অর্থবর্ষের প্রথম দিনে দুর্ঘটনা পিছু ছাড়লো না ডুয়ার্সে। সকালেই চা বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের আক্রমণ যখন হয়েছিল এক যুবক। বিকালে চাপড়ামারি জঙ্গলে জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস ও ছোট গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় এক শিশুর। জখম হয় দুইজন। জানা গেছে, মঙ্গলবার বিকালে একটি যাত্রীবাহী বাস চালশা থেকে নাগরাকাটা অভিমুখে যাচ্ছিল।

অন্যদিকে নাগরাকাটার দিক থেকে একটি ছোট গাড়ি তিনজন আরোহী নিয়ে চালসা অভিমুখে আসছিলেন। চাপরামারি বনাঞ্চলের পানঝোড়া এলাকায় একটি বাঁকের মুখে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট গাড়িটা দুমড়ে মুচড়ে যায়। যাত্রী বাহী বাসটি জঙ্গলের মধ্যে ঢুকে যায়। দুর্ঘটনার ফলে ছোট গাড়িতে থাকা শিশু সহ ৩ জন গুরুতর জখম হয়। অপর দিকে বাসের যাত্রীদের মধ্যে সেনা জোয়ান সহ কয়েকজন জখম হয়।

দ্রুত ছোট গাড়ির তিন জনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার শিশুটিকে মৃত বলে ঘোষণা করে। মৃত শিশুর নাম দেব ধুল (৮)। জখম দুই জনের নাম রাহুল ধুল ও রবি ধুল। তাদের বাড়ি আলিপুরদুয়ার জেলার জয়গাও এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় নাগরাকাটা থানার পুলিশ ও সেনাবাহিনীর লোকজন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।






