Explore

Search

April 3, 2025 11:08 pm

IAS Coaching

চিতাবাঘের হামলায় জখম যুবক শ্রমিক

#মালবাজার: অর্থ বছরের শুরুতে চিতাবাঘের আক্রমনে  আহত হলেন মেটেলী ব্লকের নাগেশ্বরী চা,বাগানের এক চা শ্রমিক যুবক। আহত চা,শ্রমিকের নাম সমীর খেড়িয়া(২৮)। বাড়ী নাগেস্বরী চা বাগানের ভুসুর লাইন শ্রমিক মহল্লায়।জানাগেছে, মঙলবার সকাল আনুমানিক সাড়ে নয়টা।বাগানের বড় লাইন শ্রমিক মহল্লা সংলগ্ন ৮ নং সেকশনে চাপাতা তোলার কাজ চলছিল। চা পাতা তোলার কাজে ছিলেন সমীর খেড়িয়া।
তার পিছনে চাবাগানের নালায় শুয়েছিল এক চিতাবাঘ।সবার অলক্ষে চকিতে পিছন থেকে লাফ দেয় সমীর খেড়িয়ার উপর। তার পিঠ,হাতে ও মাথায় আঘাত করে।এই অচকিত আক্রমনে হতভম্ব হয়ে যায় সাথীরা।হুশ ফিরে সবাই চীৎকার করে উঠলে চিতাবাঘটি পালিয়ে যায়।সবাই মিলে তাকে দ্রুত পাঠান হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে তার চিকিৎসা চলছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদপ্তরে আধিকারিকরা ও মেটেলী থানার পুলিশ।

সমীর খেড়িয়ার চিকিৎসার সব খরচ বহন করবে বন দপ্তর বলে জানিয়েছে। এই ঘটনায় এক আতংকের পরিবেশ তৈরী হয়েছে বাগানে পাতি তোলার কাজে।পাতি তোলা বন্ধ হয়ে  যায় ৮ নং সেকশনে। হাসপাতালের বেডে শুয়ে সমীর বলে, চাবাগানে মাঝেমধ্যে এই রকম ঘটনা ঘটে। বাগানে চিতার উপদ্রব রয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja