Explore

Search

April 3, 2025 11:01 pm

IAS Coaching

বনের ভেতরে আগুন নিয়ন্ত্রণে বনকর্মী থেকে স্বেচ্ছাসেবী সংস্থা

#মালবাজার: এখন পাতা ঝরার সময়। ডালপালা খালি করে শুকনো পাতা ঝরে পড়ে গাছের তলে। পরবর্তীতে সেই শুকনো পাতা গাছের জন্য খাদ হিসাবে ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম। এইরকম ভাবে ডুয়ার্সের গরুমারা, চাপড়ামারি সহ ছোট বড় বনাঞ্চলে এই সময় গাছের পাতা ঝরে পড়ে। বনের পথে হাঁটলে মচমচ শব্দ হয়। সেই শব্দের অনুভূতি আলাদা।
তবে এই সময় আরেকটি দৃশ্য বনাঞ্চলে দেখা যায়। সেটা হল আচমকাই শুকনো পাতায় আগুন লেগে ছড়িয়ে পড়ে।
বিরাট এলাকা জুড়ে শুকনো পাতা জমা থাকার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। অনেক  সময় গাছের মধ্যেও আগুন লেগে যায়। এই আগুনের ফলে একদিকে যেমন পাতা পুড়ে নষ্ট হয় পাশাপাশি মাটিতে থাকা অনেক উপকারী অনুজীব ধ্বংস হয়। এজন্যে বনাঞ্চলে আগুন লাগানো নিষেধ।
সোমবার বিকেলে চালসা  বন বিভাগের খোড়িয়ার বন্দর বিটের টিয়াবন এলাকায় বনের মধ্যে আগুন দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চালসা ন্যাচার স্টাডি এন্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সদস্যরা ঘটনা যায়। খবর পেয়ে আসে বনকর্মীরা। কয়েক ঘন্টা চেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রনে আসে
পরিবেশপ্রেমী সুমন চৌধুরী বলেন, এই সময় বনাঞ্চলে আগুন লাগানো একটা কু অভ্যাস কিছু মানুষের মধ্যে থাকে। তাদের এই কাজের জন্য বনাঞ্চলের ভিতর অনেক ক্ষতি সাধন হয়।
আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি কয়েকজন মিলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাই।
আরো জানা গেছে, গতকাল রাতে চাপ্রামারি বনাঞ্চলের ভিতরে একই রকম ভাবে আগুন দেখা যায়। পরে মালবাজার থেকে দমকলের ইঞ্জিন গিয়ে নিয়ন্ত্রণ করে। তবে বন বিভাগ প্রতি মুহূর্তে সচেতন থাকলেও তাদের অগোচরে মাঝেমধ্যেই এই ঘটনা ঘটে।
Advertisement
Live Cricket Score
upskillninja