
#মালবাজার: নাগরাকাটা, মাটেলি ও বানারহাটের পর সোমবার মাল ব্লকের সাইলি চাবাগানে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়লো এক পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘ। জানাগেছে, ডুয়ার্সের অন্যান্য চা বাগানের মত সাইলী চা বাগানেও গত গত কিছুদিন যাবৎ চিতাবাঘের উপদ্রব শুরু হয়েছিল। মাঝেমধ্যে শ্রমিক মহল্লায় হানা দিয়ে ছাগল মুরগি নিয়ে যেত। একাধিকবার শ্রমিকদের নজরে ও এসেছে চিতাবাঘ। চিতাবাঘের উপদ্রবে শ্রমিকরা উদ্বিগ্ন ও আতঙ্কিত ছিল।অবশেষে চাবাগান কর্তৃপক্ষের আবেদন মেনে বনদপ্তরের বন্যপ্রাণ শাখা মাল স্কোয়ার্ড গত সপ্তাহে ওই চা বাগানের সাত নম্বর সেকশনে খাচা পাতে।

অবশেষে সোমবার ভোরে খাঁচায় টোপ ছাগল খেতে গিয়ে ধরা পড়ে চিতাবাঘ। গর্জন শুনে শ্রমিকরা কাছে গিয়ে দেখে আটক হয়েছে চিতাবাঘ। খবর পেয়ে মাল স্কোয়ার্ডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতিবীক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।
বনকর্মীরা জানায়, চিতাবাঘটি পুর্নবয়স্ক ও পুরুষ। প্রাথমিক পর্যবেক্ষণের পর আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।







