Explore

Search

April 4, 2025 4:05 pm

IAS Coaching

প্রয়াত সমাজসেবী ভক্তি রায়ের স্মরণ সভা

#রায়গঞ্জ: রায়গঞ্জ সমাজকল্যাণ বিভাগের সহ-সভাপতি সদ্য প্রয়াত ভক্তি রায় স্মরণ সভা গত ২৯ মার্চ সংস্থার দেবীনগরস্থিত সভাগৃহে অনুষ্ঠিত হয় ।ভাব গম্ভীর এই স্মরণ অনুষ্ঠানে প্রয়াতা ভক্তি রায় এবং সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষা সংস্কৃতি বিদ প্রয়াত সুজিত ভূষণ রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট সাহিত্যিক স্বপন মজুমদার এবং প্রবীণ সংস্কৃতিপ্রেমী ক্ষিতীশ মন্ডল মহাশয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তি সহ অন্যান্যরা প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে শ্রদ্ধেয়া রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট কাল নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানের মূল বক্তা সাহিত্যিক স্বপন মজুমদার। শ্রী মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন মানুষের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী। তবুও কাছের মানুদের বিয়োগ ব্যথায় মন ভারাক্রান্ত হয়ে উঠবেই।তবে সময়ই বড় সখা। ধীরে ধীরে সেই আপনজন হারানো বেদনার স্মৃতি ফিকে হয়ে আসে। কিন্তু একেবারে ভুলে যাওয়া যায় না। তাঁদের সমাজের প্রতি মানুষের প্রতি দায়বদ্ধতার এবং নানাবিধ সেবা ধর্মী কাজের ধারা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ আমাদের করে যেতে হবে।

আর এটাই হবে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনের অন্যতম পথ। এদিনের স্মরণ সভায় সংগীত কবিতায় তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন কবি পরিমল রায় সহ করেন স্থানীয় শিল্পী বৃন্দ। স্মৃতিচারণা করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন সংস্থার অন্যতম কর্মকর্তা উত্তম মিত্র পূর্ণেন্দু রায় প্রমুখ। অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সংস্থার সম্পাদক সৌরভ রায়।

Advertisement
Live Cricket Score
upskillninja