Explore

Search

April 17, 2025 3:51 am

IAS Coaching

কুমলাই অঞ্চলে হাজি আফাজউদ্দীন সরকারের উদ্যোগে রমজান মাসে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ

#মালবাজার: সোমবার  খুশির ঈদ এই উপলক্ষে দরিদ্র মানুষদের বস্ত্র তুলে দিলেন ওদলাবাড়ির সমাজসেবী  হাজি আফাজউদ্দীন সরকার। এদিন তার উদ্যোগে  মাল ব্লকের কুমলাই অঞ্চলে রাজা শর্মার সহযোগিতায় প্রায় ১২০০জন  দুস্থ গরিব দের মধ্যে জামা কাপড় বিতরণ করা হয়। ওদলাবাড়ি ঘীস বস্তির বাসিন্দা হাজি আফাজউদ্দীন সরকার প্রতি বছরের মত ন্যায় এ বছরও এই কর্মসূচি করেন।
এ ব্যাপারে হাজি সাহেবের ছেলে রাসেল সরকার বলেন প্রত্যেক বছরের ন্যায় এ বছরও আমরা এই কর্মসূচি শুরু করছি,আজ কুমলাই অঞ্চলে  দুঃস্থ দের মধ্যে শাড়ি,পাঞ্জাবি,লুঙ্গি ও বাচ্চাদের জামা কাপড়  বিতরণ করা হল।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলান মালের বিধায়য়ক তথা মন্ত্রী বুলু চিক বাড়াই, মাল ব্লক গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুশীল কুমার প্রসাদ, কুমলাই অঞ্চল সভাপতি রাজা শর্মা, কুমলাই অঞ্চল প্রধান সুনিতা মুন্ডা সহ অনেকে।
Advertisement
Live Cricket Score
upskillninja