
#মালবাজার: লন্ ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ভাষণ চলাকালীন বাম ছাত্র সংগঠন এসএফআই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। মুখ্যমন্ত্রীর ভাষণে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তার প্রতিবাদে শনিবার মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করে ধিক্কার সমাবেশ করা হয়। জলপাইগুড়ি টিএমসিপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এদিন মাল কলেজ প্রাঙ্গণে বক্তব্য রাখেন ছাত্রনেতা অভিষেক কুন্ডু।

উপস্থিত ছিলেন মাল ব্লক টিএমসিপি সভাপতি এন্টনি টোপ্পো, মাল কলেজ ইউনিট সভাপতি ঋত্তিক রাজাক প্রমুখ। অভিষেক কুন্ডু বলেন, মুখ্যমন্ত্রী রাজ্য তথা দেশের প্রতিনিধি হিসাবে লন্ডনে গিয়েছিলেন। সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার ভাষণ চলাকালীন বাম ছাত্র সংগঠন এসএফআই যে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর প্রতিবাদ করছি।







