Explore

Search

April 17, 2025 3:43 am

IAS Coaching

ঈদ উপলক্ষে ইফতারে দরিদ্র মানুষেদের বস্ত্র দিলেন এক সমাজসেবী ও কিন্নর সমাজ

#মালবাজার: সামনেই খুশির ঈদ এই উপলক্ষে নিজের বাড়িতে ইফতার পার্টি দিয়ে দরিদ্র মানুষদের বস্ত্র তুলে দিলেন এক সমাজসেবী। তার এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সোনা দেবী মঙ্গলমূর্তি কিন্নর আখড়া।
মালবাজার শহর সংলগ্ন মেটেলি ব্লকের বিধান নগর গ্রাম পঞ্চায়েতের রমজান পল্লীতে এই অনুষ্ঠানটি হয় সমাজসেবী মফিজুল ইসলামের বাড়িতে।
সেখানে উপস্থিত ছিলেন কিন্নর সমাজের গুরু মা শিবানী সরকার সহ বিভিন্ন ব্যক্তিত্ব। এদিন ঈদ উপলক্ষে প্রায় ২০০ জন দরিদ্র মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। সেখানে সবার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। খুশির ঈদের আগে নতুন বস্ত্র পেয়ে খুশি দেখা যায় সবার মুখে।
Advertisement
Live Cricket Score
upskillninja