
#মালবাজার: মালদহের ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে বিজেপির পক্ষ থেকে ডুয়ার্সের বিভিন্ন থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এদিন বিকেল ৪টা নাগাদ বিজেপির কর্মী ও সমর্থকরা জাতীয় সড়ক ধরে মিছিল করে মালখানা অভিমুখে আসে। থানার সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। নেতৃত্ব ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভেংরা, মাল বিধানসভা আবাহক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, শ্রমিক নেতা মহেশ বাগে সহ অন্যান্যরা। বিধায়ক পুনা ভেংরা বলেন, গতকাল মালদহ জেলায় যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। রাজ্যের ও তার প্রশাসন সব বিষয়ে ফেল করেছে।

নবীন সাহা বলেন, মালদাহর ঘটনা সময় পুলিশ যে আচরণ করেছে তাকে মেনে নেওয়া যায় না।
হিন্দুদের ওপর যে অত্যাচার হয়েছে সেটা অত্যন্ত খারাপ। গতকাল পুলিশি আচরণের প্রতিবাদ আমাদের থানা ঘোরাও কর্মসূচি গোটা রাজ্য ব্যাপী চলছে। এদিন একইভাবে মেটেলি ও নাগরাকাটা থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয়।







