
#মালবাজার: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওদলাবাড়ি বিধানপল্লীর একটি বাড়ির কাঠের দোতলার অংশ ভস্মীভূত। জানাগেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ ওদলাবাড়ি বিধান পল্লী এলাকার বাসিন্দা মিল্টন ঘোষের বাড়ির দোতালার অংশ থেকে আগুন জ্বলতে দেখা। বাড়িটি নিচের অংশ পাকা নির্মিত হলেও দোতলার অংশ কাঠের তৈরি ছিল। দেখতে দেখতে আগুন দাউ দাউ শিখায় জ্বলে ওঠে। আগুন দেখে স্থানীয়রাই বালতিতে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত লাগায়।

খবর পেয়ে মালবাজার থেকে দমকলে একটি ইঞ্জিন ছুটে আছে। ততক্ষণে স্থানীয় যুবকদের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসি। পরে দমকল কর্মীরা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে। ভয়াবহ এই অগ্নিকাণ্ড দোতালা এবং নিচের তলায় থাকা আসবাব পত্র, ল্যাপটপ থেকে অন্যান্য সামগ্রী সম্পূর্ণ ভস্মীভূত হয়। মিল্টন ঘোষের বাড়ির কাছেই রয়েছে তেল কোম্পানি পাম্প স্টেশন। আগুন ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর হতে পারতো বলে স্থানীয়দের অভিমত।







