
#মালবাজার: চেল নদীর সেতুর নিচ থেকে এক অঞ্জাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো মালবাজার থানার পুলিশ। বুধবার সকালে স্থানিয় মানুষজন মাল ব্লকের ওদলাবাড়ি চেল সেতুর নিচে এই মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

চেল নদীতে কাজ করা শ্রমিকদের বক্তব্য বুধবার সেতুর নিচ থেকে দুর্গন্ধ পাওয়া যায়। এরপর কাছে গিয়ে দেখে মৃতদেহ পড়ে রয়েছে। সম্ভবত ৬-৭ দিন আগে মারা গেছে এই ব্যক্তি। শরীর পচে গেছে। শরীর থেকে দুর্গন্ধ ছরিয়েছে। স্থানিয়দের বক্তব্য মাঝে মধ্যেই সেতুর নিচে থাকতো এই ব্যক্তি। তবে নাম পরিচয় কেউ জানে না। পুলিশ মৃত ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে।







