
#মালবাজার: বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখা সহ কয়েকটি দাবি নিয়ে মালবাজার বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি দিলেন চালসা – বাতাবাড়ি এলাকার পর্যটন ব্যবসায়ীরা। বুধবার দুপুরে গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে একটি প্রতিনিধি দল মালবাজার বিদ্যুৎ দপ্তরে এসে ডিভিশনাল ম্যানেজার নবীন কুমার’রের সঙ্গে দেখা করে তার হাতে স্মারক লিপি তুলে দেন।

গরুমারা ট্যুরিজম ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক সোনা সরকার বলেন, আমরা গত ১৭ মার্চ এই দপ্তরে এসেছিলাম। সেদিন ডিভিশনাল ম্যানেজার ছিলেন না। উনি আজকে সময় দিয়েছেন। আমরা ওনার সঙ্গে দেখা করেছি এবং সমস্যার কথা বলেছি। উনি সমস্যা সমাধানের তৎপরতার কথাও বলেছেন। ডিভিশনাল ম্যানেজার নবীন কুমার বলেন, ওনারা এর আগে এসেছিলেন। সেদিন কথা হয়নি আজ ওনারা ঝড় বাদলের মধ্যে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়ে আবেদন করেন।

এই বিষয়ে আমাদের দপ্তর অত্যান্ত তৎপরতার সঙ্গে কাজ করছেন। গতবছরও বর্ষার সময় যথাসাধ্য বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক ছিল। চলতি বছর মেটেলিতে একটি সাবস্টেশন হচ্ছে। আগামী মাস তারিখের মধ্যেই সেটা সম্পূর্ণ হবে। তারপর বাতাবারি ফিডার লাইন থেকে দুটি আলাদা লাইন হয়ে যাবে। ফলে দূরত্ব কমবে এবং লাইনে ফল্ট কম হবে। আশা করছি এবারও ঝড় বাদলের মাঝেও পরিষেবা স্বাভাবিক থাকবে।






