Explore

Search

April 11, 2025 1:34 am

IAS Coaching

লিস নদীর চরে অনুরাগ বসুর আশিকি ৩ য়ের শুটিং কার্তিক – শ্রীলীলার জুটির রোমান্স

#মালবাজার: ডুয়ার্সের লিস নদীর চরে শুরু হলো অনুরাগ বসুর পরিচালিত আশিকি ৩ শুটিং। দেখা গেল কার্তিক আরিয়ান ও শ্রীলীলার জুটির রোমান্স। ডুয়ার্সের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েত এলাকার উপর দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদীর ব্রিজ। বুধবার এই নদীর চরে দেখা গেল বলিউডের অভিনেতা কার্তিক আরিয়ানকে। নিজের লুক পরিবর্তন করে সম্পূর্ণ রাফ অ্যান্ড টাফ ইমেজ লুকেই এদিন ধরা দিলেন। দিলেন কয়েকটা শর্ট।
কার্তিক আরিয়ানের বিপরীতে রয়েছেন দক্ষিণী নায়িকা পুস্পা-২’র কিশিক খ্যাত শ্রীলীলা। মঙ্গলবার দিন বোম্বাই থেকে উড়ে এসেছেন কার্তিক আরিয়ান এবং শ্রীলীলা। বুধবার থেকে শুরু হলো শুটিং। সুপার অ্যাকশন এই চলচ্চিত্র ইতিমধ্যেই মানুষের মধ্যে আলোড়ন ফেলেছি।
পরিচালক অনুরাগ বসু গত কয়েক দিন ধরে রয়েছেন ডুয়ার্সের চালসার একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে। রবিবার তাকে সংবর্ধনা দেন মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হাবিবুর হাসান। বুধবার শুটিং শুরু হতে স্থানীয় লোকজন ভিড় জমান লিস নদীর চরে। প্রিয় নায়ক ও নায়িকা কে চাক্ষুষ দেখতে অনেকেই উদগ্রীব হয়ে ওঠেন। পুলিশি নিরাপত্তা ও ছিল যথেষ্ট।
জানাগেছে, মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেখানে খানিকটা বিলম্বে হলেও মানুষের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে বলিউডের এই চলচ্চিত্রের বিষয়।
আগামী কালী পূজার আগেই আশিকি ৩ মুক্তি পাওয়ার কথা। যার শুটিংয়ের পটভূমির কিছু রয়েছে এই ডুয়ার্সে।
Advertisement
Live Cricket Score
upskillninja