Explore

Search

April 11, 2025 1:46 am

IAS Coaching

সাংস্কৃতিক উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করল সাংস্কৃতিক সংস্থা

#মালবাজার: কবি পক্ষে সাংস্কৃতিক উৎসব নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন মাল সাংস্কৃতিক সংস্থা নামের একটি সংস্কৃতি প্রেমী সংগঠন। আগামী মে মাসে রবীন্দ্র জয়ন্তী উৎসব উপলক্ষে কবি পক্ষে তিন দিনব্যাপী সংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতা আয়োজন করেছে মাল সাংস্কৃতিক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় সংস্থার দপ্তরে সাংবাদিক সম্মেলন করে সামগ্রিক বিষয়টি উপস্থাপন করেন সংস্থার সাংস্কৃতিক আহ্বায়ক শম্ভুনাথ দত্ত।
উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী কাজল সেনগুপ্ত, প্রতিমা গোয়ালা, প্রিয়দর্শীনি ঘোষ, নাট্য ব্যক্তিত্ব সাধন দাশগুপ্ত, বিশ্বনাথ বাগচি সহ অন্যান্যরা।
শম্ভুনাথ দত্ত বলেন, গত ১৯৮৪ সাল থেকে আমরা এই অনুষ্ঠান করে চলছি। মাঝে করোনা সংকটের জন্য স্থগিত হয়। চলতি বছর থেকে আবার উদ্যোগ নিয়েছি। মাল কলোনির মাঠে ১০ ই মে থেকে ১২ই মে পর্যন্ত তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ সংগীত বসে আঁকো সহ বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা থাকবে।
মূলত দিনের বেলায় একাধিক মঞ্চে প্রতিযোগিতা চলবে এবং সন্ধ্যার পরে মূল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আমাদের এই অনুষ্ঠানে মাল মহকুমা এলাকার যেসব শিল্পীরা রয়েছেন সবাইকে সুযোগ দিতে আমাদের এই উদ্যোগ”।
জানাগেছে, সামগ্রিক অনুষ্ঠান সফল করতে উদ্যোক্তারা যথেষ্ট তাৎপরতা শুরু করেছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja