
#মালবাজার: আবারো বনদপ্তরে পাতা খাঁচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক চিতাবাঘ। মঙ্গলবার সকালে কিলকোট চাবাগান থেকে একটি চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। এঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানাগেছে, গত দুইদিন আগে ঐ এলাকায় ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখা হয়েছিল এদিন সকালে ছাগল খেতে এসে খাচায় আটকে পড়ে।

শ্রমিকদের কাছ থেকে জানাগেছে, সন্ধ্যা নেমে এলেই শ্রমিক মহল্লায় ঢুকে হাস ছাগল তুলে নিয়ে যেত। এই উপদ্রব চলছিল বেশ কিছুদিন ধরে। পরে শ্রমিকদের আবেদনে দুইদিন আগে এই চাবাগানের ১১ নং সেকশনে ছাগলের টোপ দিয়ে খাচা পেতে রাখে বনকর্মিরা। এদিন সকালে সেই ছাগল খেতে এসে খাচায় আটকে পড়ে যায় চিতাবাঘটি। খবর পেয়ে বনকর্মিরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে লাটাগুড়ি প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্রে নিয়ে যায়।প্রাথমিক চিকিৎসার পর চিতাবাঘটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে।







