Explore

Search

April 11, 2025 1:15 am

IAS Coaching

সংস্থার প্রতিষ্ঠা দিবসে স্কুলে সচেতনতা শিবির সাথে পড়ুয়াদের মধ্যাহ্ন ভোজন

#মালবাজার: স্বেচ্ছাসেবী সংস্থার পঞ্চম প্রতিষ্ঠা‌ দিবস উপলক্ষে প্রাথমিক স্কুলে সচেতনতা শিবিরের আয়োজন করলো স্নেহ ফাউন্ডেশন নামের এক সংস্থা। মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের রাজা চা বাগানের রূপালী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি হয়। শিবিরের শেষে  মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করে সংস্থাটি। এদিন সকালে বিদ্যালয়ের শ্রেণী কক্ষ খোলার পর সেখানে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হয় সংস্থার সদস্যরা।
বিদ্যালয়ের রান্না ঘরে গ্যাসের উনুন থাকলেও সেটা পর্যাপ্ত না থাকায় রান্না ঘরের পাশেই উনুন খোঁড়া হয়। সংস্থার সদস্যদের সাথে রান্না করতে সাহায্য করেন বিদ্যালয়ের শিক্ষিকারাও। মধ্যাহ্ন ভোজনে পড়ুয়াদের জন্য ছিল ফ্রাইড রাইস, ছোলার ডাল, চিপস্, মাংস, চাটনি, রসগোল্লা। সেই সাথে সচেতনতা অনুষ্ঠানে শিশু সুরক্ষা, মানব পাচার, শিশু মনস্তত্ত্ব বিষয়ে ধারনা দেওয়া হয় শিশুদের। পড়ুয়ারা নাচ পরিবেশন ও কবিতা পাঠ করে।
পড়ুয়াদের খেলাধুলার প্রতি উৎসাহ বৃদ্ধি করতে ক্রিকেট খেলার সামগ্রী তুলে দেওয়া হয় ছাত্র ছাত্রীদের হাতে। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রসাদ শাহ, শিক্ষিকা সীমা সাহা, কান্তা এক্কা ছাড়াও স্নেহ ফাউন্ডেশনের নির্দেশক অভিষেক ঘোষ, সুমন চৌধুরী, সভাপতি শুভম সাহা, শ্রেয়সী দে, গোলাম মোস্তফা, উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রসাদ শাহ বলেন, অনেক বিদ্যালয়ে প্রীতি ভোজের অনুষ্ঠান হয়, তবে নিজেরা রান্না করে বাচ্চাদের খাওয়ানোর বিষয়টি অত্যন্ত বিরল। ব্যাট বল পেয়েও ওরাও খুব খুশি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja